আসানসোল: বোনকে গুলি করে পলাতক দাদা। বুধবার এমনই অভিযোগ উঠল আসানসোলে (Asansol) দক্ষিণ থানার খটিক পাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম কোমল সোনকার। যদিও অভিযুক্ত দাদা রাহুল সোনকারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল দক্ষিণ থানার খটিক পাড়ায় বোনকে গুলি করে পালিয়েছে দাদা। বুধবার দুপুরে বাড়ির মধ্যে কোমল গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কমলকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: শুভেন্দুর নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, আদালতে ধাক্কা রাজ্যের
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল এস এস কুলদীপ। এলাকাবাসীদের অভিযোগ, মৃতার দাদাই গুলি করে এই খুন করেছে।অভিযুক্ত দাদা রাহুল সোনকার পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে কি কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক কোনও অশান্তির কারণেই এই ঘটনা ঘটেছে। তবে তদন্তের পরই ঘটনার পিছনে আসল কী কারণ আছে , তা জানা যাবে বলে আশা পুলিশের।