ওয়েবডেস্ক- এসআইআর (SIR) এর শেষ দিনেও মতুয়া ভোট নিয়ে কোনও সিদ্ধান্ত হল না। চাপে রাজ্য বিজেপি। এসআইআর- এর শেষ দিনেও মতুয়াদের (Matua) ভোটাধিকার (Voting Rights) নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হল না। আদালত বলেছে, আগে নাগরিক, তারপর ভোটাধিকার। এই অবস্থায় বিজেপি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছে, মতুয়াদের সিএএ মাধ্যমে দ্রুত নাগরিকত্ত্ব করাতে হবে। প্রশ্ন উঠেছে, বিজেপির এই দাবি কতটা বাস্তব সম্মত? তাহলে কি ২৬ বিধানসভা নির্বাচনে মতুয়াদের ভোটাধিকার থাকবে না?
কার্যত প্রচন্ড চাপে বিজেপি। মতুয়া গড়ে ভোট চলে গেলে বহু আসন খোয়াতে হবে বিজেপিকে। একজন কেন্দ্রীয় মন্ত্রী আছে মতুয়া সম্পদায়ের মধ্যে।এবার তাহলে কি হবে? দিশেহারা রাজ্য বিজেপি। আগে নাগরিক, তারপর ভোট। এই পথে বিজেপির পক্ষে বহু মতুয়া ভোট বাদ যাবে। যা কার্যত রাজ্য বিজেপিকে চাপে ফেলে দিয়েছে।
আরও পড়ুন- কৃষ্ণনগরে বিরাট বার্তা মমতার
এই অবস্থায় দিল্লি দরবার করছে বিজেপির নেতারা। কোন পথ বার করে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইছে তারা।
উল্লেখ্য, এসআইআর নিয়ে আতঙ্কে আছে মতুয়ারা, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। এই এসআইআর করে নাম বাদ দেওয়া হতে পারে, এই আতঙ্কে গত মাসে টানা অনশনে বসেন মতুয়ারা। অনশনে একের পর এক অসুস্থ হয়ে পড়তে থাকেন মতুয়ারা। পরে অনশন ভঙ্গ করেন তাঁরা।
দেখুন আরও খবর-
–