কলকাতা : রাজধানীর উপকন্ঠে এক বছরের বেশি সময় ধরে চলা কৃষক-আন্দোলনকে (Farmers Protest) হাতিয়ার করে বিজেপির সিঙ্গুর-আন্দোলনকে নিশানা (Singur BJP) করল তৃণমূল । দলের অন্যতম রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের দাবি, বিজেপি কী ভাবে কৃষকদের মুখ বন্ধ করার চেষ্টা (TMC) করেছিল, তা গোটা দেশের মানুষ দেখেছেন । সেই বিজেপির মুখে কৃষক প্রেমের কথা মানায় না । এ দিন সিঙ্গুরে বিজেপির ধর্না মঞ্চে গিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ছিলেন রাজ্য বিধানসভার (Singur BJP) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও । কুণালের নিশানা থেকে বাদ জানাননি বিরোধী দলনেতাও ।
মাত্র কয়েক দিন আগেই টানা কৃষক আন্দোলন চাপে কৃষি আইন বাতিল করতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার । সেই প্রসঙ্গ টেনে, কুণাল ঘোষের কটাক্ষ কৃষকদের আন্দোলন স্তব্ধ করতে গিয়ে মোদি সরকারের কী ফল হয়েছিল, সেটা সবাই দেখেছেন । আবার এক সময় কৃষি আইনের সমর্থনে মুখ খুলতে শোনা গিয়েছিল শুভেন্দু-সুকান্তদের । সেই প্রসঙ্গে আজ কুণালের কটাক্ষ, “যারা কৃষকদের ভর্তুকি নিয়ে কথা বলছে, তাদের মুখে কৃষক প্রেম মানায় না ।”
আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট । মাত্র দিন পাঁচেক আগে বিজেপির এ ভাবে সিঙ্গুর অভিযান—এর ‘কারণ’ও ব্যাখ্যা করেন কুণাল । তৃণমূল মুখপাত্রের কটাক্ষ, “আসলে কলকাতায় দলের প্রার্থীদের প্রচারে বিজেপি লোক পাচ্ছে না । আবার সিঙ্গুরের ধর্নায় নেই দলের সাংসদ । এই ছবিটাই প্রমাণ করে দেয় বিজেপি দলটার আসল ছবিটা কী ?”
আরও পড়ুন: Lakhimpur Kheri: লখিমপুরের ঘটনা ‘সুপরিকল্পিত’, জানাল সিট, আরও চাপে বিজেপি