ওয়েবডেস্ক: রক্ষকই ভক্ষক। শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। বাড়িতে গান (Song) শেখাতে ডেকে ওষুধ খাইয়ে নাবালিকা ছাত্রীকে (Minor Student) অচেতন করে ধর্ষণের অভিযোগ গুণধর শিক্ষকের (Teacher) বিরুদ্ধে। দিনের পর দিন ধর্ষণের অভিযোগ গানের স্যারের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হতেই গ্রেফতার ৫৯ বছর বয়সী গানের শিক্ষক বনমালী বেরা। তার বাড়ি দাসপুর থানার সামাটে। ওই ছাত্রীর চেয়ে বয়সে বড় পুত্র রয়েছে ধৃত শিক্ষকের।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে বাড়িতে গান শেখাত ওই শিক্ষক। বাড়িতে ডেকে ওষুধ খাইয়ে লাগাতার পাশবিক অত্যাচার চালত ওই গুণধর শিক্ষক। গানের জন্য কণ্ঠ মধুর হবে এই কথা বলে ওষুধ খাওয়াত। অভিযোগ, এই বিষয়ে যোগসাজশ ছিল ওই পাড়ার এক মোড়লেরও। নাবালিকা যন্ত্রণায় কাতরাত। তাকে ওষুধ দিত এই মোড়ল। তার নামেও অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, ঘটনা প্রকাশ্যে আনায় বনমালীর ছেলে লাগাতার নাবালিকার বাবাকে ফোনের হুমকি দিচ্ছে। ছেলে বাবার এই কীর্তি মানতে নারাজ। পুলিশ সূত্রে দাবি, বনমালী স্বীকার করেছে তার কৃতকর্মের কথা। আজ, শনিবার বনমালীকে ঘাটাল আদালতে তোলা হয়। তার চার দিনের পুলিশ হেফাজত হয়েছে।
আরও পড়ুন: মুর্শিদাবাদে আটক ৮ বাংলাদেশি সঙ্গে, ১ ভারতীয় দালাল
দেখুন অন্য খবর: