সাঁতরাগাছি: সিগন্যালিং সিস্টেমে (Signal System Failure) বড়সড় বিপত্তি। সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেমে সমস্যা। যার জেরে হাওড়া স্টেশন থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন (Train cancelled)। একাধিক দূরপাল্লার ট্রেনের সময় পরিবর্তনের কারণে যাত্রী ভোগান্তি চরমে। এই তীব্র দাবদাহে বহু যাত্রী আটকে পড়েছেন হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে। তাঁদের মধ্যে কয়েকজন গতকাল রাত থেকেই হাওড়া স্টেশনে (Howrah Station) রয়েছেন। ট্রেন আসা যাওয়ার বিষয়ে কেউই কিছু জানেন না। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিং কাজ চলার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। পাশাপাশি, হাওড়া থেকে সাঁতরাগাছি যাতায়াতে ন্যূনতম সময় লাগছে দেড় ঘন্টা। যাত্রী ভোগান্তি জেনেও মুখে কুলুপ এঁটেছে দক্ষিণ পূর্ব রেল। এখনও কোনও ঘোষণা শোনা যায়নি রেলের তরফে।
গত রবিবার, সাত ঘণ্টার পূর্ণ ট্রাফিক ব্লকের মধ্যে ৫৩৩টি রুটের ইন্টারলকিং (Interlocking) কমিশন করা হয়। ইয়ার্ড রিমডেলিং, প্ল্যাটফর্ম বৃদ্ধি ও জরুরি লাইন কাটার মতো কাজ যুক্ত ছিল এই তালিকায়। যাবতীয় পরিকল্পনা অনুযায়ী, মোট ১৮ দিনে এই উন্নয়নমূলক কাজে ইতি টেনেছে রেল কর্তৃপক্ষ। গত ৩০ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত চলেছে ১৩ দিনের প্রি-টু-প্রি এনআই পর্ব। আবার ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত চলেছে পাঁচ দিনের প্রি-এনআই। ১৮ মে ছিল মূল এনআই ও কমিশনিংয়ের দিন। রেলের এই প্রযুক্তিগত উন্নতির ফলে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির গতি ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে। অন্যদিকে, বড় ট্রেনগুলিও সাঁতরাগাছিতে (Santragachi) সহজে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছিল রেল।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে চিঠি চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের
তবে গতকাল সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের সিগন্যাল সিস্টেম বিকল হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই, তাই নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। অন বোর্ড ঘোষণাও শোনা যায়নি রেলের তরফে। নির্দিষ্ট সময় ছাড়ছে না হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত। পাশাপাশি, দেরিতে রওনা দিচ্ছে হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু ও হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস। বাতিলের তালিকায় হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেস।
দেখুন অন্য খবর