নয়াদিল্লি: বুধবার বিরোধী ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিন ধার্য করা হয়। আর এদিনই সমন পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা ইডি। এবার অভিষেককে ইডি তলব এবং কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এমনকী ইন্ডিয়ার অন্য সদস্য দলগুলি যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে রয়েছে বলেও বার্তা দিয়েছেন রাউত। পাশাপাশি তিনি জানান, এদিন নয়াদিল্লিতে বিরোধী জোটের সমন্বয় কমিটির বৈঠকে একটি আসন ফাঁকা রাখা হচ্ছে অভিষেকের জন্য।
বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য উদ্ধব ঠাকরের শিবসেনা। সেই দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ রাউত এদিন বলেন, মুম্বইয়ের বৈঠকে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই মতোই আমরা আজ বৈঠকে বসতে চলেছি। অভিষেক আজ বৈঠকে থাকতে পারলেন না, কারণ ইডি আর বিজেপি তেমনটা চায়নি। কেন্দ্রীয় সরকার চায়নি, অভিষেক দিল্লিতে এসে ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিক। আজকেই তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। আমরা তাঁর জন্য একটি আসন ফাঁকা রেখে এই বার্তাই দিতে চাইছি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ইন্ডিয়া জোটের সদস্যদের উপর অত্যাচার করছে।
আরও পড়ুন: হলদিয়ার সমবায় ব্যাঙ্কে ১২ লক্ষ টাকার ডাকাতি
বুধবার হাজিরা দেওয়ার তলবি নোটিস পাওয়ার পরই তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগ তোলে। এই পরিস্থিতিতে বুধবার অভিষেক হাজিরা দেবেন না সমন্বয় কমিটির বৈঠকে যোগ দেবেন, তা নিয়ে নানা জল্পনা চলছিল। কিন্তু শেষমেশ এদিন ইডি দফতরে গিয়ে হাজিরা দেন অভিষেক।
জোট শরিক হিসেবে প্রথম শিব সেনাই অভিষেক তথা তৃণমূলের পাশে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিবসেনার তেমন কোনও ভূমিকা নেই। তাই রাউতের পাশে থাকার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।