শান্তিপুর: রাজ্যে প্রথমবারের জন্য বাংলা ভাষাকে মান্যতা দিয়ে শহরের সমস্ত দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম বাংলায় লেখার সিদ্ধান্ত নিল শান্তিপুর (Shantipur) পুরসভা। শনিবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতভাবে এই প্রস্তাব পাশ হয় (District News)।
পুরপতি সুব্রত ঘোষ জানান, ভিনদেশে বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের হেনস্তার প্রতিবাদেই এই পদক্ষেপ। শান্তিপুরের ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে বাংলা ভাষার ঐতিহ্যকে সংযুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে সমস্ত ব্যবসায়ীদের কাছে নোটিশ পাঠিয়ে বাংলায় দোকানের নামকরণ করতে বলা হবে। ভবিষ্যতে ট্রেড লাইসেন্স নবীকরণের ক্ষেত্রেও বাংলায় নাম বাধ্যতামূলক করা হবে। তবে আপাতত সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকছে।
আরও পড়ুন: কৃষ্ণনগরে সভামঞ্চ থেকে রাজ্যের শাসকদলকে তুলোধোনা শুভেন্দু অধিকারীর
অন্যদিকে, বিরোধী দল বিজেপি এই উদ্যোগকে স্বাগত জানালেও কটাক্ষ করেছে শাসক দলকে। রানাঘাট (Ranaghat) দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সোমনাথ করের বক্তব্য, “বাংলা ভাষায় নাম লেখা অবশ্যই ভালো উদ্যোগ। তবে ভোটের আগে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে তৃণমূল আসলে বাঙালি অস্মিতা নিয়ে ভোটের খেলা খেলতে চাইছে।”
দেখুন আরও খবর: