কলকাতা: সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক (CPM South 24 Parganas District Secretary ) হলেন রতন বাগচী (Ratan Bagchi)। জেলা কমিটির সম্পাদক ছিলেন প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ি(Shamik Lahiri)। তাঁকে সিপিএমের রাজ্য কমিটির দৈনিক মুখপত্র গণশক্তির সম্পাদক করা হয়েছে। দলীয় সূত্র্রের খবর, শমীক ১ ডিসেম্বর সরকারি ভাবে সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির বৈঠকে সদস্যরা তাঁকে সমর্থন করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার প্রমুখ।
রতন বাগচী যথেষ্ট পুরনো সিপিএম নেতা। তিনি জেলা সম্পাদকমণ্ডলীরও সদস্য। আর কয়েক মাস পরেই লোকসভার ভোট। দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই পড়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। সেখানকার সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহুদিন ধরেই শমীকের নেতৃত্বাধীন সিপিএমের জেলা নেতৃত্ব অভিযোগ করে আসছেন, অভিষেক বাহিনীর দাপটে সেখানে বিরোধীরা মাথা তুলতে পারে না। গত লোকসভা ভোটে প্রয়াত সিপিএম নেতা এবং রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আবদুল হালিমের ছেলে ফুয়াদ হালিম ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী ছিলেন। তাঁর উপর ভোটের প্রচার চলাকালীন তিনবার হামলা হয়। তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন। শমীকের অভিযোগ ছিল, ২০১৪ এবং ২০১৯ সালে ডায়মন্ড হারবারে ভোটের নামে লুঠ হয়েছে।
আরও পড়ুন: রাজ্য সড়ক দিয়ে ট্রলিতে চাপিয়ে রোগীকে অন্যত্র নিয়ে যাওয়া হল
চলতি মাসে হাওড়ায় সিপিএমের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনেই সিদ্ধান্ত হয়, শমীককে দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক পদ থেকে সরিয়ে দৈনিক মুখপত্রের সম্পাদক করা হবে। তখনই ঠিক হয়, নতুন জেলা সম্পাদক হবেন রতম বাগচী। এদিন আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করা হল জেলা কমিটির বৈঠকে।
আরও অন্য খবর দেখুন