কলকাতা: যাদবপুর কাণ্ডে ফেরার বেশ কয়েকজন পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন উপস্থিত থাকা বেশ কয়েকজন পড়ুয়া ফেরার রয়েছেন। এমনকী হস্টেল, বাড়িতেও তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদের দ্রুত খুঁজে বের করে তদন্ত আরও গতি আনতে চাইছে পুলিশ। ইতিমধ্যে ওই ফেরার পড়ুয়াদের খোঁজে একাধির জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। তাদের অনুমান, এই পড়ুয়াদের জেরা করে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। যা এই ঘটনার তদন্তে সাহায্য করবে।
অন্যদিকে সোমবার যাদবপুর কাণ্ডে পুনর্নির্মাণ করানো হয়।এই ঘটনায় ধৃত তিনজনকে নিয়ে গিয়ে করানো হয় পুনর্নির্মাণ প্রক্রিয়া। ডিসি-এসএসডির নেতৃত্বে হোমিসাইড ও যাদবপুর থানার আধিকারিকরা ধৃত তিন পড়ুয়াকে নিয়ে গিয়ে এই পুনর্নির্মাণ করিয়েছেন।
আরও পড়ুন: ব়্যাগিং রুখতে কমিটি গঠনের সিদ্ধান্ত উচ্চশিক্ষা দফতরের
পাশাপাশি গতকালই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিং রুখতে রাজ্যস্তরে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় উচ্চশিক্ষা দফতর। এই মর্মে উচ্চশিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। কমিটির মাথায় থাকবেন পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের চেয়ারপারসন। একজন শিক্ষাবিদ হবেন ভাইস চেয়ারপারসন। উচ্চশিক্ষা কমিশনার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর থেকে মনোনিত একজন হবেন কমিটির সদস্য। কমিটি বৈঠক করবে ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি খতিয়ে দেখবে। উপাচার্য ওই কমিটির কাছে ব়্যাগিংয়ের বিষয়ক যাবতীয় তথ্য প্রদান করবেন। জেলাস্তরেও একই ভাবে কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞতিতে।