ওয়েব ডেস্ক: জ্বলছে মুর্শিদাবাদ(Murshidabad)। বেশকিছুজন ঘরছাড়া। আর সেই ইস্যুকে সামনে রেখে বুধবার ভবানী ভবনের সামনে ধর্নায় বসেছিল বিজেপি(BJP)। দু’ঘন্টারও বেশি সময় ধরে ভবানী ভবনের সামনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মাজুমদার(Sukanta Majumder) ধর্নায় বসেন। সুকান্তর (Sukanta Majumder) সঙ্গে ধর্নায় যোগ দিয়েছিলেন মুর্শিদাবাদের ঘটনায় আক্রান্ত ১২জন। তাদের একটাই দাবি ছিল, ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করবেন। দু’ঘন্টার বেশি সময় ধরে বিক্ষোভের পর অবশেষে ওঠে ধর্না। ডিজি উপস্থিত হন তাঁদের সঙ্গে বৈঠকের জন্য।
বুধবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি একাধিক নেতারা মুর্শিদাবাদের কয়েকজন ঘরছাড়াকে সঙ্গে নিয়ে উপস্থিত হন ভবানী ভবনে । বৈঠক করতে চান ডিজির সঙ্গে। কিন্তু ভবানী ভবনের পক্ষ থেকে জানানো হয় ডিজি উপস্থিত নেই। আর সেই কথা শুনেই ধর্নায় বসেন সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন।
আরও পড়ুন: ঘোষিত ওয়াকফ সম্পত্তি বহাল থাকবে, বড় রায় সুপ্রিম কোর্টের
বৈঠকে উপস্থিত হন সুকান্ত মজুমদার সহ , অর্জুন , তাপস রায় , জগন্নাথ । সাথে আট জন ঘড় ছাড়া। বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বেশ কিছু বিধায়কও আসেন বৈঠকে।
বৈঠক শেষে সুকান্ত মজুমদার জানান, এটা একটা রাজনৈতিক জয় । থানার ওসি পর্যন্ত দেখা করে না । ডিজি দেখা করতে বাধ্য হলেন। তিনি জানান, সবটা শুনেছেন ডিজি । কোন উওর দেয় নি । ঘড় ছাড়ারা পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প চেয়েছেন। পাশাপাশি তিনি জানান, ঘরছারাদের নিয়ে আগামীকাল রাজ্যপালের কাছে যাওয়া হবে।
দেখুন অন্য খবর