জলপাইগুড়ি: তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী নিয়ে ক্ষোভ। সিপিএমে যোগদান করল প্রায় ৭০টি পরিবার। বুধবার ঘটনাটি ঘটেছে, মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মুন্সি ধুরা এলাকার। এদিন যোগদানকারীরা লাল ঝান্ডা হাতে তুলে নেন। পাশাপাশি আগামীতে এলাকার সিপিএমের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করারও অঙ্গীকারবদ্ধ হন সকলই।
জানা গিয়েছে, মুন্সিধুরা এলাকার সক্রিয় তৃণমূল কর্মী মোসতু রহমানের স্ত্রী মৌসুমি পারভিনকে এবার ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে টিকিট দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তৃণমূল অন্য এক মহিলাকে টিকিট দেয়। এর জেরেই ক্ষুব্ধ হয়ে পড়েন ওই এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন তাঁরা সকলে মিলে তৃণমূলে যোগদান করেন। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিআইএমের মেটেলি এরিয়া কমিটির সম্পাদক শফিরুউদ্দিন আহমেদ। সারা ভারত কৃষক সভার মেটেলি থানা সম্পাদক তথা সিপিআইএমের জেলা পরিষদের প্রার্থী মোস্তাফিজুর রহমান, বীরেন্দ্রনাথ রায়,রুনু ওরাওঁ, আশীষ রায় সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব।
এদিকে আজই ৮২৫ কোম্পানির চেয়ে বেশি বাহিনী দিয়ে এবছর পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিভগননম (Chief Justice T. S. Sivagnanam) কমিশনের উদ্দেশে মন্তব্য করেন, নির্দেশ না মানতে পারল ছেড়ে দিন। আমাদের উপরে ছেড়ে দিন। আমরা সবটাই দেখে নিচ্ছি। দরকার হলে রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন।