শিলিগুড়ি: এমনিতেই দলের অবস্থা বেশ খারাপ। তার মধ্যে চলতি সপ্তাহের পরপর দুই দিনে বিজেপির দুই উইকেট ফেলে দিয়েছে তৃণমূল(TMC)। এই অবস্থায় বিধায়কদের মনের অবস্থা বুঝতে জরুরী বৈঠক ডেকেছিল রাজ্য নেতৃত্ব। সেখানেও গরহাজির এক ঝাঁক বিধায়ক(BJP MLA)। যা নিয়ে ক্রমশই জোরাল হচ্ছে জল্পনা।
চলতি সপ্তাহের সোমবার তৃণমূলে যোগে দেন বিষ্ণুপুরের বিজেপি(BJP) বিধায়ক তন্ময় ঘোষ। পরের দিন অর্থাৎ মঙ্গলবার তৃণমূলে যোগদান করেন বাগদা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস। যিনি বিজেপির টিকিটে জিতে বিধানসভার সদস্য হয়েছেন। দু’জনেই আগে তৃণমূলে ছিলেন। ২০১৯ সালের লোকসভা ভোটের পরে বিজেপিতে যান বিশ্বজিৎ। আর চলতি বছরের মার্চ মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান তন্ময়।
লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সব আসনে জিতেছিল বিজেপির প্রার্থীরা। বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ী আসনের অধিকাংশই উত্তরের জেলাগুলির। পরপর দুই দিনে দুই বিধায়কের দলত্যাগের পরে সেখানের বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করে বিজেপির বঙ্গ ব্রিগেড। সেখানের বিধায়কদের বক্তব্য জানার উদ্দেশ্যেই ওই বৈঠক ডাকা হয়।
আরও পড়ুন- ইডির চার্জশিটে কেন নাম নেই ? ফের কলকাতা টিভি’র প্রশ্ন এড়িয়ে গেলেন শুভেন্দু
শিলিগুড়ির মাড়োয়ারি ভবনে আয়োজিত সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পদ্ম শিবিরের অন্যান্য রাজ্য নেতৃত্ব। সেখানে উত্তরবঙ্গের সাত জেলার সকল বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আগামী লোকসভা নির্বাচনের আগে দলে যাতে আর কোনও ফাটল না ধরে সেটাই এখন মূল লক্ষ্য বিজেপির।
আরও পড়ুন- উপ নির্বাচনের উপযুক্ত সময় এখনই, রাজ্যের সুরেই দিল্লিকে জানাল কমিশন
কিন্তু শিলিগুড়ির সেই বৈঠকে দেখা গেল গরহাজির রয়েছেন সাত বিধায়ক। যারা হলেন- মালদহের গোপাল চন্দ্র সাহা, রঘুনাথপুরের বিবেকানন্দ বাউরি, কুমারগ্রামের মনোজ ওঁরাও, বালুরঘাটের অশোক লাহিড়ী, গঙ্গারামপুরের সত্যেন্দ্রনাথ রায়, হাবিবপুরের জুয়েল মুর্মু এবং সোনামুখির দিবাকর ঘরামি।
আরও পড়ুন- ভোট পরবর্তী ‘হিংসা’ মামলায় হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য
কী কারণে এই বিধায়কেরা অনুপস্থিত ছিলেন তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার বিশ্বজিৎ দাসের সঙ্গে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও তেমন কোনও অঘটন ঘটেনি। কিন্তু পরের দিনেই দলীয় বৈঠকে তাঁর গরহাজির থাকার বিষয়টি নিয়ে ফের তৈরি হয়েছে জল্পনা।