শিলিগুড়ি: রংপোয় (Rangpo) ভয়াবহ বাস দুর্ঘটনা। শিলিগুড়ি (Shiliguri ) থেকে সিকিম (Sikkim) যাওয়ার পথে হঠাৎই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তিনজনের চারজনের মৃত্যু হয়েছে, আহত ১৫। বাড়তে পারে মৃতের সংখ্যা, আশঙ্কা প্রশাসনের।
শনিবার বেলার দিকে যাত্রীবাহী বাসটি অটল সেতু থেকে ছিটকে খাদে গিয়ে পড়ে। হতা-হতের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়।
জানা গেছে, বাসটিতে ১০ থেকে ১৫ বা তার বেশি যাত্রী ছিল। দ্রুত গতিতে উদ্ধার কাজ চলছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
আজ সকাল থেকেই বৃর্ষ্টি শুরু হয়েছে। ফলে রাস্তার অবস্থা পিছল। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)
The post রংপোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৪ first appeared on KolkataTV.
The post রংপোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৪ appeared first on KolkataTV.