হুগলি: সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর (CPM Candidate Dipsita Dhar) ও তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Trinamool candidate Kalyan Banerjee) মধ্য়ে বাগযুদ্ধে জমে উঠেছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রচার। শ্রীরামপুর লোকসভা ( Srirampur Lok Sabha) কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইতে নেমেছেন বামফ্রন্ট প্রার্থী দীপ্সিতা ধর। বুধবার হিন্দমোটর এলাকায় প্রচার সারলেন সিপিএম প্রার্থী দিপ্সিতা ধর। তৃণমূল -বিজেপিকে একই পরিবারে দুই সদস্য বলে কটাক্ষ করেন। তিনি বলেন, তৃণমূল বিজেপির মধ্যে লড়াইটা আসলে লোক দেখানো। এরা কখনও তৃণমূলের জামা গায়ে দিয়ে দাঁড়াছে তো কখনও বিজেপির জামা পড়ে দাঁড়াছে। মানুষের জন্য কাজ করতে এরা আসেনি।
আরও পড়ুন: দিলীপের সুরে সুর মিলিয়ে মমতাকে কটাক্ষ অনির্বাণের
কয়েকদিন আগেই প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থীকে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেন দিপ্সিতা। বুধবার জোমজুড়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও প্রচারে নেমে দীপ্সিতারর মিস্টার ইন্ডিয়া কটাক্ষের জবাব দেন। কল্যাণ বলেন মিস ইউনিভার্স ! দেশ-বিদেশ সমস্ত ঘুরে বেড়িয়েছেন, মিস ইউনিভার্স। তো মিস ইউনিভার্স ঘুরে বেড়িয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন উনি। দীপ্সিতা ধর তার উত্তরে বলেন, ‘আমি যতবার বিদেশে গিয়েছি। আমি তো চুরির টাকায় যাই়নি। আমার পড়াশোনার কাজে পেপার প্রেজেন্ট করে দেশের হয়ে বিদেশে গিয়েছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বিজেপি-তৃণমূল-এরা চায় না, সাধারণ ছেলে-মেয়েরা পড়াশোনা করে এই দেশের নাম, এই রাজ্যের নাম উজ্জ্বল করুক। ওঁরা চান, ছেলে-মেয়েরা পড়াশোনা না করে ওঁদের মতো, মিথ্যেবাদী, দুর্নীতিবাজ, ঘুষখোর, ডাকাত, চোর তৈরি হোক। আমাদের লড়াইটা ওদের বিরুদ্ধেই।
অন্য খবর দেখুন