জলপাইগুড়ি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) দেখে জয় বাংলা (Jai Bangla) স্লোগান তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের। জবাবে পাল্টা চোর চোর বললেন শুভেন্দু। শনিবার মাদারিহাট বিধানসভার উপ- নির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহারের সমর্থনে জলপাইগুড়ি জেলার গয়েরকাটায় আসেন তিনি। পূর্ব – গয়েরকাটা থেকে বিজেপি প্রার্থীর সমর্থনে বিশাল মিছিল বের করেন বিজেপি নেতারা। মেচিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মিছিলে পা মেলান শুভেন্দু। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা।
মিছিলটি গয়েরকাটা চৌ-পতি সংলগ্ন এলাকায় ঢুকতেই তৃণমূল কর্মী সমর্থকরা শুভেন্দুকে দেখে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে থেকে। রেগে পাল্টা শুভেন্দু অধিকারীও তৃণমূল কর্মীদের চোর চোর বলতে থাকে। এভাবেই কিছুক্ষণ চলতে থাকে। ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে মিছিলটি সোজা নেতাজি মূর্তির সামনে গিয়ে সেখানে রাজ্যের বিরোধীদলতা নেতাজীর মূর্তিতে মাল্যদান করে একটি পথ সভা করেন। পথ সভা থেকে রাজ্যসরকারকে তার বক্তব্যে আক্রমণ করেন।
আরও পড়ুন: অস্তিত্ব সংকটে দামোদরের, বুদবুদে রমরমিয়ে চলছে বালি পাচার
দেখুন অন্য খবর:
The post শুভেন্দুকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা চোর চোর আওয়াজ first appeared on KolkataTV.
The post শুভেন্দুকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা চোর চোর আওয়াজ appeared first on KolkataTV.