কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী-পরিষেবা শিয়ালদহ পর্যন্ত সম্প্রসারিত করার প্রস্তুতি সম্পূর্ণ। শিয়ালদহ স্টেশন অত্যাধুনিক সাজে সেজে উঠেছে। তবে এখনও পর্যন্ত উদ্বোধনের দিনক্ষণ অনিশ্চিত। প্রধানমন্ত্রীকে দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করাতে চায় মেট্রোরেল কর্তৃপক্ষ। সে কারণে প্রধানমন্ত্রীর দফতরে চিঠিও পাঠানো হয়েছে। তাঁর সবুজ সংকেত পেলেই উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে মেট্রোরেল সূত্রের খবর। সম্ভবত মে মাস থেকেই গড়াবে মেট্রোর চাকা।
এক নজরে দেখে নেওয়া যাক ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনের অন্দরসজ্জা কীরকম।
এর আগে কমিশনার অফ রেলওয়ে সেফটি ট্রেন চলাচলের ছাড়পত্র দিয়েছে কিছু শর্তসাপেক্ষে। মেট্রো কর্তৃপক্ষ সেই সব শর্ত পালনও করেছে। এখন অপেক্ষা শুধু উদ্বোধনের।
আরও পড়ুন: summer-vacation: ২ মে থেকে রাজ্যে স্কুল-কলেজে গরমের ছুটি ঘোষণা করলেন মমতা
এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন-পর্ব সামলেছিলেন তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গয়াল। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর উদ্বোধনে ভার্চুয়ালি উদ্বোধন সেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। এ বার এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর রাজ্যে আসার দিনক্ষণ চূড়ান্ত হয়নি।