পাবলিক সার্ভিস কমিশনের ৩ টি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পর পর ২ বার এই পরীক্ষাগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। কোভিড সংক্রমের গ্রাফ কিছুটা নামতেই নতুন নির্দেশিকা জারি করেছে কমিশন। আগামী ৭ই অগস্ট থেকে ৩১ শে অগস্ট-এর মধ্যে শেষ করতে হবে এই পরীক্ষাগুলি।
আরও পড়ুন নিজেকে ভাগ্যবান মনে করছি
আগের নির্দেশিকা অনুযায়ী প্রথমে ২০২০ সালের ২১ মার্চ থেকে ২৮ এপ্রিলের মধ্যে হওয়ার কথা ছিল এই পরীক্ষাগুলির। কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়ে যায়। এর পর আবারও তারিখ বদলিয়ে ১৭ মে থেকে ১৩ জুনের মধ্যে দ্বিতীয়বার পরীক্ষাগুলির কথা ঘোষণা করা হয়। কিন্তু, করোনা পরিস্থিতির জন্য় দ্বিতীয় বারও পরীক্ষাগুলি বন্ধ করে দেওয়া হয়। রবিবার সেই নির্ঘণ্ট পাল্টেই পুনরায় পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুইটমেন্ট ২০২০-র প্রিলিমিনারি পরীক্ষাটি হবে ৭ অগস্ট। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ(ডব্লুবিসিএস) ২০২১-এর প্রিলিমিনারি পরীক্ষাটি হবে ২২ অগস্ট। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ (ডব্লুবিসিএস) ২০২০-র মেইন পরীক্ষাটি হবে যথাক্রমে ২৭, ২৮, ২ অগাস্ট ।
আরও পড়ুন করোনায় ভাটা পড়েছে পর্যটন শিল্পে
এই বিষয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস জানান “আমরা কখনই পরীক্ষা পিছিয়ে দিতে চাইনি।করোনা পরিস্থিতির চাপে পিছিয়ে ছিলাম।এখন চাকরিপ্রার্থীদের সুবিধার কথা চিন্তা করে যত তাড়াতাড়ি সম্ভব তারই চেষ্টা করছি।” দীর্ঘদিন পর পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা হওয়ায় বেশ খুশি পরীক্ষার্থীরা।
আরও পড়ুন টিকা নিয়ে ভয় কাটাতে ‘মন কি বাত’-এ বার্তা মোদির