বাঁকুড়া: বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যাওয়ার জল্পনা ওড়ালেন বিষ্ণুপুরের (Bishnupur) বিজেপি সাংসদ (BJP MP) সৌমিত্র খাঁ (Soumitra Khan)। সংসদের বাদল অধিবেশন চলাকালীন তৃণমূলের একাধিক নেতৃত্বের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় তাঁকে। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে এবার কী তাহলে পুরনো দলেই পা রাখতে চলেছেন সৌমিত্র? নয়াদিল্লিতে বিজেপির অন্দরে এই চর্চা শুরু হয়েছিল। কিন্তু সমস্ত জল্পনার উত্তর দিলেন সাংসদ নিজেই।
এদিকে কিছুদিন আগেই সৌমিত্র খাঁ দিল্লিতে গোপনে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে গুঞ্জন ওঠে তিনি তৃণমূলে ফিরতে পারেন। তবে সেই সম্ভাবনা একেবারে পত্রপাঠ নস্যাৎ করেছেন সাংসদ সৌমিত্র খাঁ নিজে। সৌমিত্র খাঁ বলেন, “২০১৯ সালে বিজেপিতে যোগদানের পর থেকে এমন মাঝে মাঝেই রটে যায় সৌমিত্র খাঁ অন্য কোনও দলে চলে যাচ্ছেন। এ সবই ভ্রান্ত ধারণা।” তিনি আরও বলেন, ” আমি দলের কাজ করে যাচ্ছি। আমি দলের কাজ করে যাচ্ছি। বাংলায় আমরা ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছি। তবে আমার ধারণা ২২টির বেশি আসনে বিজেপি জয়লাভ করবে”।
আরও পড়ুন:Buddhadeb Bhattacharjee | চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব, কী বললেন চিকিৎসক?
সৌমিত্র খাঁ-র এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা পরিষদ সদস্যা সুজাতা মণ্ডল। তিনি বলেন, ” বিজেপি-র ভিতরে কে টিকিট পাবেন আর কে পাবেন না তা নিয়ে দোলাচলে রয়েছেন। তাই তাঁরা তৃণমূলে আসার চেষ্টা করছেন। কিন্তু তাঁদের মতো আবর্জনাদের জায়গা তৃণমূলে হবে না।”