কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’। ছবিতে দুই তারকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। রবিবার দেশব্যপী ছবিটি আয় করেছে ১২ কোটি টাকা। এ দিন ছবির দুই লিড অভিনেতা কার্তিক এবং কিয়ারা বিভিন্ন সিনেমা হলে শো চলাকালীন দর্শকদের সঙ্গে দেখা করতে যান।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন কিয়ারা। সেখানে দেখা যাচ্ছে, কোনও এক থিয়েটারে সহ অভিনেতা কার্তিক এবং ‘সত্যপ্রেম কি কথা’র টিমের সঙ্গে গিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী। হলভর্তি দর্শক উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন দুই বলি তারকাকে। কিয়ারা এবং কার্তিকও পালটা হাতজোড় করে অভিবাদন জানিয়েছেন। ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘দর্শকেরা যখন আমাদের দাঁড়িয়ে অভ্যর্থনা জানায়, তখনই আপনি বুঝতে পারেন যে জাদু তৈরি হয়েছে। চিরকাল মনে ধরে রাখার মতো একটি মুহূর্ত। সত্যপ্রেম কি কথার পুরো টিমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ’।
সাজিদ নাদিয়াদওয়ালা এবং নামাহ পিকচার্সের যৌথ প্রযোজনায় গত ২৯ জুন মুক্তি পেয়েছে ‘সত্যপ্রেম কি কথা’। এই ছবিতে দেখা যায়, কার্তিক আইন নিয়ে পড়াশোনা করে। সে পরীক্ষায় ফেল করেছে। তার জীবনের সবেতেই ব্যর্থ। সারাক্ষণ মা ও বোনের থেকে কটু কথা শোনে। হঠাৎ তার জীবনে আসে কিয়ারা। সে বড়লোক বাবার মেয়ে। সুন্দরী, শিক্ষিত মেয়েটির প্রেমে পড়ে সত্য ওরফে কিয়ারা। কিন্তু, সে সিদ্ধান্ত নেয় কিয়ারাকে দূর থেকেই ভালোবাসবে। কারণ দুজনের মধ্যে আছে বিস্তর ফারাক। কিন্তু, হঠাৎ ভালোবাসা প্রকাশ করার সুযোগ পায় সে। ব্যাস গল্পে এল নতুন মোড়া। শুরু হল কিয়ারা ও কার্তিকের প্রেম কাহিনি। তবে, গল্পের কেন্দ্রে শুধু প্রেম নয়। বরং এক বিশেষ বার্তা দিয়েছেন পরিচালক। বাস্তব সমাজচিত্র ছবির দ্বারা ফুটিয়ে তুলেছেন তিনি। কিয়ারা ও কার্তিকের প্রেম পরিণতি পেতে কোন কোন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তা ফুটিয়ে তুলেছেন। কার্তিক-কিয়ারা ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন গজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, রাজপাল যাদব, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, নির্মিত সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া।