কোচবিহার: বাংলা ভাগ নিয়ে ফের সরব গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা এবং বিজেপির সাংসদ অনন্ত মহারাজ। সাংসদ হিসেবে রাজ্যসভায় শপথ নিয়ে শুক্রবারেই কোচবিহারে ফেরেন অনন্ত মহারাজ। নিজের জেলায় ফিরেই তিনি আবারও বলেন মানুষের দাবি থেকে সরে আসব না।
এদিন কোচবিহার ২ ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতে বড়গিলা এলাকায় নিজের বাড়িতে ফেরেন বিজেপি সাংসদ। সেখানে গ্রেটার কোচবিহারের কর্মী-সমর্থকরা তাঁকে সংবর্ধনা দেন। সাংসদকে ঘিরে বাড়িতে ভিড় ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন, আগামী লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা না হলে উত্তরবঙ্গের মানুষ পুরো বিষয়টা বুঝে নেবে।
আরও পড়ুন বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ভিভ রিচার্ডস
আগামী ৫সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বিজেপির বক্তা তালিকা অনন্ত মহারাজের নামও রয়েছে। বিজেপি সূত্রের খবর, দুএকদিনের মধ্যেই তিনি ধুপগুড়িকে প্রচারে নামবেন। সেই প্রচারেও বিজেপি সাংসদ পৃথক রাজ্যের দাবি করেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতুহল রয়েছে। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন অনন্ত মহারাজও। এছাড়া তাঁর জন্মদিনে কোচবিহারের তৃণমূল নেতা এবং প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের হাত দিয়ে মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজকে খুন এবং উপহারও পাঠিয়েছিলেন। তা নিয়েও উত্তরবঙ্গের রাজনীতিতে নানা জল্পনা চলেছিল। আবার বিজেপির সঙ্গেও ওই সময় তাঁর যথেষ্ট দহরম মহরম ছিল। এই অবস্থায় তিনি তৃণমূল না বিজেপি, কার পক্ষে থাকবেন, সেটা নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত বিজেপি তাঁকে রাজ্যসভার টিকিট দেওয়ায় সমস্ত প্রশ্ন এবং জল্পনা কল্পনার অবসান ঘটে। তবে তিনি এখনও পৃথক রাজ্যের কথা বললেও বিজেপি সরকারি ভাবে তাকে আমল দিতে রাজি নয়। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি রাজ্য ভাগের পক্ষে নয়। তবে বছরের পর বছর উত্তরবঙ্গ যে বঞ্চনার শিকার হয়ে চলেছে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। তা নিয়ে উত্তরবঙ্গবাসীর মনে যথেষ্ট ক্ষোভও রয়েছে। শুক্রবার মানুষের দাবি থেকে সরে না আসার কথা বলে অনন্ত মহারাজ সেই বার্তাই দিলেন।