বর্ধমান: সোনার দোকানে (Gold Shop)ডাকাতির (Robbery ) চেষ্টা, চলল গুলি। ঘটনায় আহত দোকানের মালিক। শুক্রবার পূর্ব বর্ধমানের শক্তিগড় (Shaktigarh) থানার অন্তর্গত জোতরাম এলাকায় ঘটনাটি ঘটে। এদিন সকালে জোতরামে জাতীয় সড়ক সংলগ্ন সোনার দোকানে দুজন ব্যক্তি যান। তাদের মধ্যে একজন ক্রেতা সেজে দোকান থেকে সোনা নিয়ে পালানোর চেষ্টা করলে দোকানে মালিক স্বদীপ দাস তাদের বাধা দেয়। তখনই মালিককে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলির আওয়াজ শুনে পাশের দোকানদাররা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যায় শক্তিগড় থানার পুলিশ ও জেলা পুলিশের উচ্চ আধিকারিকরা। আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে সোনার দোকানের মালিককে। দোকানে সিসিটিভি আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
দুষ্কৃতী হামলায় গুলিবিদ্ধ হলেন সোনার দোকানের মালিক আহত অবস্থায় মালিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, জখম ব্যক্তির বুকে গুলি লেগেছে। শুক্রবার বেলা ১১টা নাগাদ এক দুষ্কৃতী রিভলভার দেখিয়ে সোনার দোকান লুট করার চেষ্টা করেন। সদীপ তাঁকে বাধা দিলে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে করে দুজন যুবক এসেছিলেন সোনার দোকানে। এক জন দোকানের বাইরেই দাঁড়িয়ে ছিলেন। অন্যজন, ক্রেতা সেজে দোকানে ঢুকে বন্দুক দেখিয়ে গয়না লুট করার চেষ্টা করেন। দোকান মালিক বাধা দিতে গেলে ওই ব্যক্তি গুলি চালিয়ে দেন। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা দোকানের সামনে গেলে তাঁদের দিকে বন্দুক দেখিয়ে থেকে চম্পট দেয় দুজন।
আরও পড়ুন: বসে গিয়েছে লাইন, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত