দুর্গাপুর: নিরাপত্তা রক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে আটকে রেখে দুঃসাহসিক ডাকাতি। মঙ্গলবার রাতে ঘটানাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইসিএলের মাধাইপুরে লস্করবাঁধ কোলিয়ারিতে। খনিতে চুরির ঘটনায় কোলিয়ারির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এর সমাধানে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। দু:সাহসিক এই ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লস্করবাঁধ কোলিয়ারিতে। এর আগেও এই কারখানাতে ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রায় ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী কোলিয়ারির গোডাউনে হানা দেয়। সেখানে তখন ১০ জন নিরাপত্তারক্ষী ছিল। দুষ্কৃতীরা তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে আটকে রেখে ব্যাপক লুটপাট চালায় বলে অভিযোগ। এমনকী কয়েক লক্ষ টাকার নানান সামগ্রী নিয়ে চম্পটও দেয় তারা। প্রায় ঘণ্টাখানেক ধরে এই লুটপাট চলে বলে জানান কোলিয়ারির ম্যানেজার অভিমন্যু পারিদা।
আরও পড়ুন: ছেলে নির্দোষ, অসিত কোনও ভাবেই যুক্ত নয়, দাবি যাদবপুর-কাণ্ড ধৃত প্রাক্তনীর মার
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে এসেছিল এবং গোডাউনের তালা ভেঙ্গে লুটপাট চালায়। এই ঘটনার ভয়ে খনির শ্রমিকরা কাজ করতে চাইছেন না। অন্যদিকে বারবার এই খনিতে চুরির ঘটনায় কোলিয়ারির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এর সমাধানে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।