নদিয়া: টিউশন থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত বাবা-ছেলে। কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) উপর আইটি পার্কের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। বাইক,চার চাকার সংঘর্ষে মৃত্যু হল বাবা ও ছেলের। বাবার নাম – অরূপ কুমার দাস(৪৬) , ছেলের নাম – আয়োনক দাস। বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়।
আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? জানালেন শিক্ষামন্ত্রী
পুলিশ সূত্রে খবর, বাইকে ছেলেকে নিয়ে জেআইএস মোর থেকে বুদ্ধাপার্কের দিকে টিউশন থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিয়ে বাড়ি ফিরছিলেন অরূপ কুমার দাস। একই সময়ে একই দিক থেকে একটি চার চাকার গাড়ি বুদ্ধপার্কের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে চার চাকার গাড়িটি। ছেলেকে নিয়ে ছিটকে পড়েন অরূপ দাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরূপ বাবুর। আয়োনককে গুরুতর জখম অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আয়নককে মৃত বলে ঘোষণা করেন।
অন্য খবর দেখুন