মুর্শিদাবাদ: ভোটের আবহেই রাস্তা নির্মানকে কেন্দ্র করে উত্তেজনা মুর্শিদাবাদে (Murshidabad)। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা (Roads Built Low Quality Materials), সেই প্রতিবাদেই বিক্ষোভ স্থানীয়দের। যদিও স্থানীয় করা অভিযোগ অস্বীকার করেছে এজেন্সির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া (Sagarpara of Murshidabad) থানার ২০ নম্বর খাসমহল এলাকায়।
অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়দের। প্রায় ১৫০০ মিটার পিচ রাস্তার কাজ চলছিল। রাস্তার বেহাল দশা, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষের যাতাযাতে। দুদিন ছাড়া রাস্তায় পিচ উঠে যায়। বিশেষ করে বৃষ্টি হলেই রাস্তায় দশা কঙ্কালসার হয়ে যায়। খানাখন্দে ভরা রাস্তায় যাতাযাত করতে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। কাজের গুণগত মান ঠিক না হলে সেই কাজ করতে দেবেন না সাফ জানিয়ে দেয় স্থানীয়রা। সেই সময় স্থানীয় মানুষজন এজেন্সির কাছে সিডিউল দেখতে চায়। সেই সিডিউল না দেখাতে চাইলে শুরু হয় বিক্ষোভ। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার জন্য, কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। রীতিমতো ক্ষোভ উগরে রাস্তার কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ।
অন্য খবর দেখুন