মুর্শিদাবাদ: ভগবানগোলা বিধানসভার (Bhagabangola Assembly) আখেরীগঞ্জ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী। এই এলাকার বেশ কয়েক দশক ধরেই রয়েছে বিভিন্ন সমস্যা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় এখনও পর্যন্ত না পৌঁছেছে পরিশ্রুত পানীয় জল না পৌঁছেছে বিদ্যুৎ। রাতের অন্ধকারে কেউ অসুস্থ হয়ে পড়লে মাঠের মধ্য দিয়েই কয়েক কিলোমিটার নিয়ে যেতে হয় নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩৭)
স্থানীয় বাসিন্দাদের দাবি আখেরীগঞ্জ অঞ্চলের মধ্য দিয়ে বয়ে গিয়েছে পদ্মা নদী। আর এই পদ্মা নদী আখেরীগঞ্জ অঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে মূল ভূমি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ভোট আসে ভোট যায়, রাজনৈতিক দলগুলির নেতৃত্বরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও কোন কাজ হয় না। তাই আসন্ন লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) ও ভগবানগোলা বিধানসভার উপ-নির্বাচনে (Bhagabangola Assembly By Election) আখেরীগঞ্জ অঞ্চলের বাসিন্দারা আগামীদিনে সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের ডাক দিলেন। তাদের বক্তব্য, যতদিন না তাদের সমস্যার সমাধান হবে ততদিন পঞ্চায়েত ভোট, বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন, যাই হোক না কেন তারা কোনও ভোটেই অংশগ্রহণ করবেন না।
আরও খবর দেখুন