কলকাতা: বৈশাখের পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima) উৎসব পালিত হয়। এবার বুদ্ধ পূর্ণিমা ৫ মে ২০২৩ তারিখে। এবার গৌতম বুদ্ধের ২৫৮৫ তম জন্মবার্ষিকী। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই বছর বুদ্ধ পূর্ণিমাকে অত্যন্ত শুভ বিশেষ হিসাবে মনে করা হচ্ছে কারণ এই দিনে কিছু বিশেষ যোগের কাকতালীয় ঘটনা রয়েছে যা এই দিনের গুরুত্বকে দ্বিগুণ করে দিচ্ছে।
বৈদিক জ্যোতিষমতে, বৈশাখের পূর্ণিমায় শুক্লপক্ষ তিথিতে পড়ছে চন্দ্রগ্রহণ। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ পড়ছে এই দিন। একদিকে সেই দিন পূর্ণিমা, অন্যদিকে সেই দিনটি হল শুক্রবার, দুই দিক থেকেই সেই দিনটি মা লক্ষ্মীর দিন বলে মনে করা হচ্ছে। ৫ মের এই দিনে পড়ছে একাধিক শুভ যোগ। মা লক্ষ্মীকে খুশি করতে বুদ্ধ পূর্ণিমায় কি কি করবেন জেনে নিন-
আরও পড়ুন:Satyajit Ray | Birthday | জানা -অজানায় সত্যজিৎ রায়
যদি কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে বুদ্ধ পূর্ণিমার শুভ সময়ে পবিত্র নদীতে স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়। এটি করলে যেমন সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তেমনি এই দিনে সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিলে নেতিবাচকতা নষ্ট হয়।
বুদ্ধ পূর্ণিমার দিনে চন্দ্র দেবতার ধ্যান করুন। রুপোর থালায় ঘি-এর প্রদীপ ও ধূপ জ্বালান। এতে বাদাম ও শুকনো খেজুর রাখুন। চন্দ্রকে দুধ দিয়ে অর্ঘ্য নিবেদন করুন।
রূপোর প্লেট জিনিস নিবেদন করুন। সাদা রঙ এর প্রসাদ নিবেদন করুন, যেমন সাবুদানার পায়েস দিতে পারেন। এতে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। পরিবারের সদস্যদের মাখন ও খির বিতরণ করুন।
এই দিনে তীর্থস্থানে গিয়ে গঙ্গায় স্নান করুন। অঞ্জলি ভরে তাতে কালো তিল মিশিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন করুন। এতে করে অশান্তি ও সমস্যা দূর হয়।