কলকাতা: পুরভোটে টিকিট না পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বউদির বিরুদ্ধে নির্দল প্রার্থী হলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রতন মালাকার৷ বুধবার তিনি ৭৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন৷ ওই ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে। মনোনয়ন জমার পরে বরো-৯ প্রাক্তন চেয়ারম্যান রতন মালাকার বলেন, ‘আমি স্বেচ্ছায় নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না’৷
রতন মালাকার ২০০০ সালে ৭১ নম্বর ওয়ার্ডে প্রথম বার তৃণমূলের প্রতীকে দাঁড়ান৷ পরে তাঁকে ২০০৫ সালে ৭৩ নম্বর ওয়ার্ডে সরিয়ে আনা হয়৷ তারপর থেকে ২০০৫, ২০১০ ও ২০১৫ সালে ৭৩ নম্বর ওয়ার্ড থেকেই কাউন্সিলর নির্বাচিত হন রতন। দীর্ঘ ২০ বছর কাউন্সিলর থাকার পরও এ বছর আচমকা বাদ পড়লেন রতন৷ কিন্তু, কেন তাঁকে বাদ দেওয়া হল? উত্তর জানেন না রতন৷ তবে, তাঁর প্রার্থী হওয়াতে তৃণমূলে অস্বস্তি বেড়েছে বলেই মনে করছেন রাজনীতিকরা৷ যদিও তৃণমূল সূত্রের দাবি, আগামী ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যারের শেষ দিন৷ তার আগে মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন তিনি ৷ তা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷
আরও পড়ুন-বাকি পুরসভার ভোট ঘোষণা কি কমিশনের সাংবিধানিক দায়িত্ব নয়, প্রশ্ন হাইকোর্টের
কলকাতা টিভি ডিজিটালকে রতন মালাকার বলেন, ‘স্থানীয় মানুষের চাপে পড়ে আমি মনোনয়ন জমা দিতে বাধ্য হয়েছি৷ তবে, দল ও দিদির প্রতি আনুগত্য রেখেই মনোনয়ন জমা দিয়েছি৷ জয় পরাজয় পরে দেখা যাবে৷’