নদিয়া: রাজ্যের পরিবহন দফতরের উদ্যোগে টোটো চালকদের রেজিস্ট্রেশনের (Toto Registration) জন্য ‘টি-টেন টোটাল’ প্রকল্প চালু হয়েছে। এই পদক্ষেপকে ঘিরেই এবার রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) একযোগে কটাক্ষ করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জগন্নাথ সরকার।
তিনি অভিযোগ করেন, “তৃণমূল সরকার প্রশাসনের কাজেও ক্যাডার রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। ভোটের রাজনীতির স্বার্থে টোটো চালকদের একত্রিত করার চেষ্টা চলছে।”
আরও পড়ুন: স্বপ্নাদেশে পাওয়া বনেদি বাড়ির এই কালীপুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস
বিজেপি বিধায়কের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যদিও এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেখুন আরও খবর: