রামপুরহাট: বগটুইয়ে অগ্নিকাণ্ডের (Rampurhat Violence) পর আতঙ্কে বহু মানুষ গ্রাম ছেড়েছেন৷ বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁদের ঘরে ফেরানোর নির্দেশ দেন। গ্রামে নিরাপত্তা বাড়ানোর কথাও বলেন। মমতার সেই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যে নিরাপত্তা বাড়ল বগটুইয়ে। পুলিস সূত্রে খবর, ডিজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ৫০ জন পুলিসকর্মী সর্বক্ষণের জন্য গ্রামে থাকবেন।
এদিন সন্ধেয় বগটুই গ্রামে টহল দেন ডিজি মনোজ মালব্য। বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সহ উচ্চপদস্থ পুলিস আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফটিক শেখ, সোনা শেখের বাড়ির সামনেও যান তাঁরা। গোটা গ্রাম সিসিটিভিতে মুড়ে ফেলা হয়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গোটা গ্রাম কড়া নিরাপত্তায় মুড়ে ফেলতে হবে৷ আতঙ্কে গ্রামছাড়াদের ঘরে ফেরাতে হবে৷ জায়গায় জায়গায় পুলিস পিকেটিং বসাতে হবে৷’
মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘পিকেটিংয়ের নামে সকাল-দুপুর-ঘুরে বাড়ি চলে গেলে পুলিসে কাজ করার দরকার৷ যে সক্রিয়ভাবে কাজ করবে, তাঁকে সেলাম জানাই৷ যে কাজ করবে না, তাঁর পুলিসে কাজ করার দরকার নেই৷ মমতা আরও বলেন, ‘রামপুরহাট থানার আইসি দায়িত্ব পালন করেননি৷ আইসি থেকে শুরু করে যারা যারা দায়িত্ব পালন করেননি, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কাজে গাফিলতির জন্য কড়া ব্যবস্থা করতে হবে৷’
আরও পড়ুন: Anarul Hossain: নেতা আনারুলের উত্থান কীভাবে? বায়োডেটা দেখল কলকাতা টিভি ডিজিটাল
মমতার এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সাসপেন্ড করা হয় রামপুরহাট থানার আইসি ত্রিদ্বীপ প্রামানিককে। রামপুরহাটের বগটুইয়ে অগ্নিকাণ্ডের পর তাঁকে ক্লোজ করা হয়েছিল। রামপুরহাট মহকুমা পুলিস আধিকারিককেও এদিন সন্ধেয় কম্পালসারি ওয়েয়িংয়ে পাঠানো হয়েছে।