কলকাতা: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের (Ramkrishna Sarada Mission) অধ্যক্ষা প্রবীণতম সন্ন্যাসিনী প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজি (Pravrajika Anandaprana)। মঙ্গলবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ সারদা মঠের সদর দফতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনন্দপ্রাণা মাতাজি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
জানা যাচ্ছে, বিগত কয়েক দিন বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। আনন্দপ্রাণা মাতাজির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি।
Saddened to know that Most Revered President of Sri Sarada Math & Ramkrishna Sarada Mission, Pravrajika Anandaprana Mataji entered Maha Samadhi today morning at Sri Sarada Math, Dakshineswar. My pranam to the departed soul of the great spiritual leader. My condolences to the…
— Mamata Banerjee (@MamataOfficial) April 30, 2024
আরও পড়ুন: অগ্নিমিত্রাকে দাঁতনে কালো পতাকা, গো ব্যাক স্লোগান তৃণমূলের
সারদা মঠের পঞ্চম সভাপতি ছিলেন প্রব্রাজিকা আনন্দপ্রাণা। বেলুড় মঠের সপ্তম সভাপতি স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। ১৯৫৭ সালে প্রব্রাজিকা আনন্দপ্রাণা বাগবাজার নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে সারদা মঠের সঙ্গে যুক্ত হন তিনি। ২০২২ সালে এই মঠের চতুর্থ সভাপতি প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জীবনাবসানের পর, ২০২৩ সালের ১৪ জানুয়ারি ওই পদে বসেন আনন্দপ্রাণা মাতাজি। তাঁর আগে সঙ্ঘের সহ-সভাপতি পদের দায়িত্ব সামলেছেন তিনি।
আনন্দপ্রাণা মাতাজির মৃত্যুতে শোকের ছায়া সঙ্ঘে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ থেকে প্রব্রাজিকা আনন্দপ্রাণার দেহ দক্ষিণেশ্বরে সারদা মঠের প্রধান কার্যালয়ে রাখা থাকবে। সেখানেই ভক্তেরা তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন বলেই সারদা মঠের পক্ষ থেকে জানানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও খবর দেখুন