কলকাতা: রবিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই এই তিন জেলায় হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।
সোমবার উত্তরবঙ্গের ওই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এ ছাড়া দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৯ জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় সেই দিন থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে বজ্রপাতেরও সম্ভাবনা।
আরও পড়ুন: রবিবার থেকে উত্তরবঙ্গে একনাগাড়ে বৃষ্টি
রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার একাধিক অংশেও বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। বৃষ্টি হলেও দিনের বেলায় বেড়েছে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বর্ষণের জেরে রাজ্যের নদীগুলির জলস্তর বাড়বে। দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।