মেদিনীপুর: প্রবল গরম তার উপর আজ পূর্ব মেদিনীপুর এগরায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। কিন্তু রাত ৮টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হতেই পর পর প্রবল বৃষ্টি সহ ঝড় শুরু হতে থাকে। প্রবল হাওয়া ও ঝড়ের সঙ্গে সঙ্গে এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে সারা শহর ও এগরার আশেপাশের এলাকা। ঝড়ে শহরের বিভিন্ন জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়ে। প্রবল বৃষ্টির দাপট হতে থাকে।ঝড়ে প্রচুর মাটির বাড়ি ক্ষতি হয়েছে। কোথাও কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। এগরা পুর প্রশাসন ও এগরা মহকুমা প্রশাসন এবং বিদ্যুৎ দফতর থেকে দুর্যোগ মোকাবিলায় নেমেছে জরুরি ভিত্তিতে।।