কলকাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি । বঙ্গোপসাগরের নিম্নচাপ রাজ্যের দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ শুক্রবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। বেলা গড়াতেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় তুমুল বৃষ্টি (Rain in Bengal)। বিকালেও উত্তর থেকে দক্ষিণ কলকাতায় বৃষ্টি হয়। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় নিম্নচাপ রয়েছে ৷ এর ফলে ফলে নিম্নচাপের জের বাংলায় খুব একটা বেশি বৃষ্টি দেখা যাবে না৷ এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস ৷
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ জুলাই পূর্ব উপকূল সংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্যপশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাব পড়বে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রে। বাংলার এই নিম্মচাপের প্রভাব পড়বে না। বাংলায় যা বৃষ্টি হবে সেটা বর্ষার বৃষ্টি। তাই আপাতত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ।
সূত্রে খবর, আগামী এক সপ্তাহ বাংলায় ভারী বৃষ্টির বিশেষ পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি দেখা যাবে। একইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেস হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার।
আরও পড়ুন: Purulia | বজ্রপাতে রাজ্য একদিনে মৃত ৬
শুক্রবার সকাল থেকে একাধিক দেসায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বিকেলের পর থেকেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেমেছে। এদিন বজ্রপাতে রাজ্যের ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
উত্তরেরও সব জেলাতে জারি হলুদ সতর্কতা। শনিবার ভারী বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বৃষ্টি জারি থাকবে। রবিবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা বৃষ্টি হতে পারে সেদিন।