কলকাতা: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে (WB Low Pressure Rain Forecast)। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও বৃহস্পতিবার সকাল থেকে ফের অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির (Rain Forecast) আশঙ্কা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
বুধবার ঝড়বৃষ্টির ফলে নেমেছে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। সকালের দিকে মনোরম আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলিতে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: ব্রাত্য বসুর বাড়ির সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকরা
শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টি চলবে উত্তরেও। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। ঝড় হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গে।তারপর হাওয়া বদল।
দেখুন ভিডিও