রায়গঞ্জ: পুকুর দুর্নীতির তদন্ত করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিডিও অফিসের আধিকারিকরা।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানায় খাড়ি সরিয়াবাদ অঞ্চলে।বিক্ষোভের জেরে গাড়ি ফেলে পালিয়ে যান বিডিও আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
২০১৮ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী জ্যোৎস্না রানী বর্মন। অভিযোগ, রানী বর্মন খাড়ি সরিয়াবাদ মৌজা সহ বেশ কিছু এলাকায় একশো দিনের প্রকল্পে ২১ টি পুকুর খননের অর্থে দুর্নীতি করেছেন। দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই গ্রামেরই বাসিন্দা আসগর আলি। আদালত তাঁর অভিযোগের ভিত্তিতে প্রধানকে তিনটি পুকুরের জন্য ৪ লাখ ১৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন: দোকানে গ্যাস লিক, অগ্নিকাণ্ডে জখম ৫
আরও ১৭ টি পুকুর সঠিকভাবে খনন হয়েছে কি না তার তদন্তে আসেন সরকারি আধিকারিকরা। কিন্তু এলাকার মানুষকে না জানিয়ে তারা অন্য জায়গা দেখে চলে যাচ্ছিলেন বলে অভিযোগ।আধিকারিকরা যাতে সঠিক স্থানগুলি পরিদর্শন করেন এই দাবিতে গ্রামবাসীরা তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। আধিকারিরা গ্রামবাসীদের কথায় না শুনে গাড়ি ছেড়ে সেখান থেকে কোনোক্রমে পালিয়ে বাঁচেন। ঘটনাস্থলে উপস্থিত হন ভাটোল ফাড়ি এবং রায়গঞ্জ থানার পুলিশ। তারা এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। এক আধিকারিক বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আমরা এলাকা চিহ্নিত করে তদন্ত করছিলাম। তদন্তের কাজ অনেকটাই এগিয়ে যাওয়ার পরই এলাকাবাসী প্রতিবাদ করেন।