নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme court) নির্দেশ উপেক্ষা করে খুনের মামলায় ধৃত পাঁশকুড়ার আনিসুর রহমানকে (Anisur Rahman) প্যারোলে ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলার আবেদন করা হয়েছে। সেই আবেদন গৃহীতও হয়।সুপ্রিম কোর্ট খুনের মামলায় অভিযুক্ত বিতর্কিত তৃণমূল নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় সিটি সেশন কোর্টে স্থানান্তর করে। শীর্ষ আদালতের নির্দেশ ছিল, ছয় মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। এই সময়ের মধ্যে নিম্ন আদালত তাকে কোনও ভাবে জামিন দিতে পারবে না। মামলার ব্যাপারে হাইকোর্ট নজরদারি চালাবে।
এর আগে হাইকোর্টে (Calcutta High Court) পাঁচবার ও সুপ্রিম কোর্টে একবার আনুসুরের জামিন খারিজ হয়ে যায়। এরই মধ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মুখে মায়ের অসুস্থতার কথা জানিয়ে সোমবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করে আনিসুর। ওইদিনই রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে আসা রিপোর্টের ভিত্তিতে আনিসুরকে প্যারলে মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুন: Panchayat Election | ফের উত্তপ্ত ময়না, আক্রান্ত তৃণমূল কর্মী
এর বিরুদ্ধে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে নিহত কুরবান সাহেব পরিবার মামলা করে। ২০২১ সালে বিধানসভা ভোটের আগেও রাজ্য সরকার আনিসুরের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে ছেড়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিল।