কলকাতা: রানাঘাট এবং পুরুলিয়ার, রাজ্যের জেলায় একই সংস্থার গয়নার শোরুমে একই সময়ে ডাকাতি। চলল ৮-১০ রাউন্ড গুলি। এর মধ্যে নদিয়ায় ডাকাতি করতে আসা চার ডাকাতকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে পুলিশের গুলিতে আহত হয়েছে ২ দুষ্কৃতী। দুই শোরুমে ডাকাতির ঘটায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।
মঙ্গলবার দুপুরে রানাঘাটের একটি স্বর্ণ বিপণির দোকানে ঢুকে সোনার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিল দুস্কৃতিরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রানাঘাটে। সূত্রের খবর, রানাঘাট মিশন রোডে মঙ্গলবার দুপুরে ৩ টে নাগাদ একটি সোনার দোকানে হানা দেয় চার জনের একটি সশস্ত্র ডাকাত দল। তারা দোকানের সিকিউরিটি গার্ডকে মারধর করে ভিতরে ঢুকে দোকানের কর্মীদের পিস্তল দেখিয়ে দোকান থেকে প্রায় সমস্ত রকমের সোনার গহনা ও ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয়। দোকানের কর্মীদের দাবি, দুষ্কৃতীরা নগদ ৬ থেকে ৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। ঘটনাস্থল থেকে পালানোর সময় গুলি ছুটতে ছুটতে যায় দুষ্কৃতির দল। পাল্টা পুলিশের পক্ষ থেকে গুলিছড়া হলে দুজন দুষ্কৃতী আহত হয় তাদেরকে নিয়ে আসা হয় রানাঘাট মহাকুমা হাসপাতালে। এখন পর্যন্ত মোট চারজনকে আটক করেছে রানাঘাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
আরও পড়ুন: বেসরকারি হাসপাতালকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ বহাল
অন্যদিকে অল্প সময়ের ব্যবধানে পুরুলিয়ায়া একই সংস্থার সোনার শোরুমে ডাকাতি। এদিন সাত জনের একটি দুষ্কৃতি দল মাথায় হেলমেট নিয়ে ভেতরে ঢোকে। শোরুমের সিকিউরিটি গার্ডকে বেঁধে রাখা হয় তারপরেই শোরুমে সমস্ত সোনার গয়না ও হীরের সামগ্রী নিয়ে চম্পট দেয়। যাওয়ার আগে সিসিটিভির হার্ডডিক্স দ্বারা নিয়ে যায় বলে শোরুম সূত্রে জানা যায়। প্রায় ৮ কোটি টাকার সামগ্রী লুট করে নিয়ে যায় বলে জানা যায়। কয়েক রাইন্ড গুলিও চলে বলে জানা গিয়েছে।