ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আগামী সপ্তাহে। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে, অর্থাৎ ৩০ এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে খুলে যাবে দিঘার (Digha) নবনির্মিত জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) দ্বার। ইতিমধ্যেই গোটা দিঘা শহরে উৎসবের আমেজ। পর্যটকদের ভিড়, তৎপর প্রশাসন, আর তার সঙ্গে যোগ হয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান—সব মিলিয়ে সৈকত শহর এখন যেন এক নতুন রূপে সেজে উঠেছে।
গত ২৩ এপ্রিল থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ধর্মীয় অনুষ্ঠান। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম পুরোহিত রাজেশ দৈতাপতির তত্ত্বাবধানে চলছে প্রতিটি আচার। বাস্তুপুজো দিয়ে শুরু হওয়া এই ধর্মীয় পর্বে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কলস পুজো, যজ্ঞ এবং সিংহাসন পুজোর মতো গুরুত্বপূর্ণ আচার। আগামী শনিবার ও রবিবার আরও কয়েকটি বিশেষ রীতি পালিত হবে বলে জানা গিয়েছে। সবশেষে ৩০ এপ্রিল মহাযজ্ঞের মধ্য দিয়ে মন্দিরের দ্বার খুলে যাবে সাধারণ ভক্তদের জন্য।
আরও পড়ুন: পাকিস্তান থেকে কবে ফিরবেন জওয়ান পূর্ণমকুমার? বাড়ছে উৎকণ্ঠা
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ এপ্রিল দিঘায় পা রাখবেন। পরদিন ২৮ এপ্রিল তিনি বৈঠক করবেন মন্দিরের ট্রাস্টি বোর্ড ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে। ২৯ এপ্রিল আয়োজিত হবে বিশেষ যজ্ঞ। আর ৩০ এপ্রিল, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন হবে এই জগন্নাথধামের।
মুখ্যমন্ত্রীর মতে, উদ্বোধনের আগেই সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা যাচ্ছে, তা থেকেই স্পষ্ট—বাংলার মানুষ জগন্নাথদেবকে কতটা আপন করে নিয়েছেন। দিঘার এই মন্দির শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র হিসেবেই নয়, আগামী দিনে পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবেও গড়ে উঠবে, এমনটাই আশা স্থানীয়দের।
দেখুন আরও খবর: