কলকাতা: এজেসি বোস রোডের সেন্ট অগাস্টিন ডে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। ছাত্রছাত্রীদের ক্লাস টেনের বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন না হওয়ায় বৃহস্পতিবার স্কুলের সামনে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিভাবকরা। অভিযোগ, পলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পুলিশ আধিকারিকের সঙ্গে ধস্তাধস্তি জড়িয়ে পড়েন অভিভাবকরা।
অভিভাবকদের দাবি, তাঁদের ছেলে মেয়েদের সামনেই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। এখনও স্কুলের তরফে রেজিস্ট্রেশন হয়নি। রেজিস্ট্রেশন না হলেও স্কুলে ভর্তির সময় যাবতীয় খরচ নিয়ে নিয়েছে। ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে কি না সেটা জানা নেই। আমাদের সন্তানদের ২টো বছর নষ্ট হয়ে যাবে। অথচ স্কুল কর্তৃপক্ষের কোনও হুঁ নেই। একাধিকবার স্কুলের তরফে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কাজে হয়নি।
এদিন স্কুলের প্রিন্সিপালের সঙ্গে এ বিষয় কথা বলতে এসেছিলাম। কিন্তু আমাদের সঙ্গে কোনও রকমের আলোচনা না করেই পুলিশ দিয়ে গ্রেফতার করানোর ভয় দেখাচ্ছে। এরপর অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান। স্কুলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।