দুর্গাপুর: টানা লোডশেডিংয়ে (Electricity Problem) নাজেহাল হয়ে দুর্গাপুরে রাজ্য বিদ্যুৎ দফতরের বিধাননগর (Bidhannagar) গ্রাহক পরিষেবা কেন্দ্রে তালা লাগিয়ে দফতরের সমস্ত লাইট, ফ্যান কাজকর্ম বন্ধ করে দিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাস্থলে পুলিশ (Police)।
একে তো ৪৫° তাপমাত্রা। তারপর আবার গোদের ওপর বিষফোঁড়া লাগাতার বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ অফিসের ভেতরেই বিক্ষোভ এলাকাবাসীর। দুর্গাপুরের বিধাননগরের পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অফিসের ভেতরেই জুনিয়র ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ । দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লি সহ বিধাননগরের বেশকিছু এলাকাবাসীর এই বিক্ষোভ। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ অফিসের ফ্যান,লাইট। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ অফিসের কাজকর্ম। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছলো নিউ টাউনশিপ থানার পুলিশ । এখনও বিক্ষোভ চলছে । বিদ্যুৎ দফতরের মহিলা কর্মীরা আতঙ্কিত বোধ করেন এই ঘটনায় । যে ট্রান্সফরমার ওখানে রয়েছে সেখানে আরও বেশি লোড বাড়ছে তার কারণ আরও নতুন সংযোগ দেওয়া হচ্ছে। এই অনিয়মের কারণে বিদ্যুৎ বিভ্রাট বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: রাজ্যে সপ্তম মাথাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের আসিফ কামাল
আরও খবর দেখুন