রানীগঞ্জ: আমার ছেলেকে খুন করা হয়েছে বলে দাবি মৃত স্কুল পড়ুয়ার পরিবারের সদস্যদের। যতক্ষণ না পর্যন্ত স্কুল কর্তৃপক্ষকে গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুলিশ ফাঁড়ি থেকে উঠবে না বলেই এমনই হুঁশিয়ারি দিয়ে রামজীবনপুর পুলিশ ফাঁড়িড় সামনের রাস্তাতে শুয়ে থাকলেন মৃত স্কুল ছাত্রের পরিবারের সদস্যরা।
এদিন স্কুল ক্যাম্পাসে জলে ডুবে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রানীগঞ্জ এলাকার এক মেধাবী স্কুল ছাত্রের। পরিবারের দাবি, খুন করা হয়েছে ওই স্কুল ছাত্রকে। ঘটনায় তীব্র উত্তেজনা ওই এলাকায়।
স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা জানেই না কীভাবে এই ঘটনা ঘটল। অপরদিকে পরিবারের লোকেদের দাবি, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।