প্রাথমিকে ১০ হাজার ৫০০ জন শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। পুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। কিন্তু নিজের পছন্দমত জেলা নির্বাচন করার পর সেই জেলায় শূন্যপদ না থাকায় বাদ পড়লেন ৩০০ জন চাকরি প্রার্থী।
আরও পড়ুন : উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় নির্দেশ আদালতের
২০১৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিকে শিক্ষকতার জন্য কাউন্সেলিংয়ে নিজের পছন্দের জেলা নির্বাচন করার পর সেখানে শূন্যপদ না থাকায় বাদ পড়লেন ৩০০ চাকরি প্রার্থী। তাঁদের সুযোগ যাতে নষ্ট না হয় তাই মানবিক দিক থেকে বিবেচনা করে আরও একবার সুযোগ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা টিভিকে এমনটাই জানালেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। যেসব জেলায় শূন্যপদ রয়েছে সেখানের জন্য প্রার্থীদের অনলাইন আবেদনের নির্দেশ দিয়েছে পর্ষদ। ৬ অগস্ট, শুক্রবার রাত ১২ টা পর্যন্ত আবেদন করা যাবে। এরই মধ্যে ১৫ হাজারের বেশি প্রার্থীর কাউন্সেলি সম্পূর্ণ হওয়ায় জেলায় তাঁরা নিয়োগ হয়েছেন।