মেদিনীপুর: প্রিসাইডিং অফিসার কে ভোটকেন্দ্রের কোনে এক সাইডে নিয়ে গিয়ে আধ ঘন্টা ধরে আটকে রাখা হলো, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন খোদ প্রিজাইডিং অফিসার ও বিজেপির কর্মীরা।
আজ সকাল সাড়ে আটটা নটার দিকে ডেবরা ব্লকের সত্যপুর অঞ্চলের 62 নম্বর সত্যপুর পশ্চিম বুত, সত্যেশ্বর মাড়োতলা হাই স্কুল , এই স্কুলে আজ সকাল সাড়ে আটটা নটার সময় স্বাভাবিক ভাবেই ভোট গ্রহণ চলছিল, সেই সময় বেশকিছু তৃণমূল দুষ্কৃতি এসে ঢুকে ভোট গ্রহণ কেন্দ্রে , এরপর তারা অভিযোগ তুলে যে প্রিজাইডি অফিসার বিজেপির হয়ে ব্যালট পেপারে ভোট দিয়ে দিচ্ছে । এরপর তৃণমূলের দুষ্কৃতীরা ভোট গ্রহণ কেন্দ্রে গন্ডগোল করে অভিযোগ ব্যালট পেপার ছিনতাই করে নিজেরা ইচ্ছামতো ছাপ্পা ভোট দেয়। এবং পিজাইডিং অফিসার কে ধরে নিয়ে গিয়ে সাইডের দিকে আটকে রাখে এবং সেই সময় ছাপ্পা ভোট দেয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের আরো অভিযোগ তাদের পোলিং এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বার করে দেওয়া হয় মেরে, এবং পরেও ওই কেন্দ্রা বসতে দেয়া হয়নি।
আরও পড়ুন: Panchayat Election 2023 | অন্য বুথের ব্যালট পেপারে ভোট, নজরে আসতেই ভোট বন্ধ করলেন স্থানীয়রা
এরপর প্রায় আধঘণ্টার উপর ভোটগ্রহণ বন্ধ থাকে যদিও বিজেপির দাবি প্রায় এক ঘন্টা বন্ধ ছিল এবং সেই সময় তারা ছাপা ভোট দেয়। এরপর সেক্টর অফিসার এসে এবং পরে পুলিশ ফোর্স নিয়ে আসা হয় এবং পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। বিজেপি এখন দাবি করছে পুনরায় আবার নতুন করে ভোট গ্রহণ শুরু করতে হবে।
এই বুতে কোন কেন্দ্র বাহিনী ছিল না, ছিল শুধু তিনজন রাজ্য পুলিশ।
তৃণমূলের দাবি প্রিজাইডিং অফিসার বিজেপির হয়ে কাজ করছে, এবং ব্যালট পেপারে বিজেপির ছাপ দিয়ে দিচ্ছে। তাই এলাকার লোক প্রতিরোধ করেছে । ওই এলাকার মানুষ উত্তেজিত হয়ে ভোট বন্ধ রেখেছিল আধঘন্টা।
প্রিজাইডিং অফিসারের দাবি বাইরে থেকে দশ বারো জন দুষ্কৃতি এসে ভোটগ্রহণ কেন্দ্রে ঝামেলা ও গন্ডগোল করে এবং আধঘণ্টার মতো ভোটগ্রহণ বন্ধ করে দেয় । তার আরো দাবী তাকে রীতিমত জোর করে এক সাইডে নিয়ে গিয়ে আটকে রাখা হয় , তিনি যথারীতি তার উপরের অফিসার কে এই অভিযোগ জানাবেন।