জলপাইগুড়ি: পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বড় চমক দেখা গেল জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজরে। তৃণমূল (TMC) পরিচালিত মালবাজারে পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি রিনা বরা (Rina Bora) মনোনয়ন জমা দিলেন নির্দল প্রার্থী হিসেবে। এদিকে তাঁর পাশে থাকার আশ্বাস দিলেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ।
দলের প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার পরেও সরাসরি নিজে এসে বিডিও অফিসে মনোনয়ন জমা দেন রিনা বরা। জানা যাচ্ছে দলীয় নেতৃত্বদের উপর ক্ষোভ থেকেই এই সিধান্ত নেন তিনি। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি একজন মহিলা। দলের ব্লক সভাপতি সুশীল প্রসাদের অনৈতিক কাজের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। অনশন ধর্নায় বসেছি। দলের নেতৃত্বের কাছেও জানিয়াছি। জেলা সভাপতি, মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছিল এবং সুশীল প্রসাদকে সাময়িক ভাবে সরিয়ে দিয়েছিল। কিন্তু ফের পঞ্চায়েত নির্বাচনের মুখে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর জানান, এই জন্যই তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
আরও পড়ুন: Panchayat Election 2023 | নির্দল প্রাথী হিসেবে মনোনয়ন জমা তৃণমূলের বিদায়ী সভাপতির
মালবাজারে তৃণমূলের পক্ষ থেকে ১৩ জনের নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করা হয়েছে। তার মধ্যে নাম রয়েছে রিনা বরার। কিন্তু তার পরেও কেন এই মনোনয়ন? এই নিয়ে রিনাকে প্রশ্ন করা হলে বলেন, কমিটি গঠন হলেও কমিটির সভায় তাঁকে ডাকা হয়নি। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু স্থানীয় নেতৃত্বরা তাঁর সঙ্গে যে ব্যবহার করেছে তা তিনি মানতে পারেননি। সেি কারণেই এই পদক্ষেপ।
উল্লেখ, রীনা বরার এই আচমকা মনোনয়ন জমা দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। দলের ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, যে কেউ মনোনয়নপত্র তুলতে পারেন বা জমা দিতে পারেন। আমরা চাই অবাদ শান্তি পুর্ন নির্বাচন হোক। কেউ যদি দলের বাইরে গিয়ে মনোনয়ন জমা দেয় দিক. তাতে দলের কোনও ক্ষতি হবে না। এতে দল আরও শক্তিশালী হবে।