কলকাতা: গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল রাজ্যবাসী। কোথাও কোথাও নাগাড়ে চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না বলে স্থানীয়দের অভিযোগ।অনেক জায়গায় ক্ষুব্ধ জনতা বিদ্যুৎ কমীদের উপর চড়াও হচ্ছে।শনিবার সকালে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বেলডাঙায় পুরসভায় ১৩ নম্বর ওয়ার্ডে তুমুল বিক্ষোভ হয় স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে রাস্তা আটকে অবরোধ করেন। বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। শুক্রবার রাতে বীরভূমের সিউড়িতে স্থানীয় বিদ্যুৎ দফতরের অফিসে চড়াও হয়ে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। অফিসের সিসিটিভি ভেঙে ফেলা হয় অফিসের ভিতর ইট পাথর ছোড়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেদিনীপুর বর্ধমান সহ বিভিন্ন জেলাতেই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। এমনিতেই গত কদিন ধরে কাঠফাটা গরমে মানুষ অতিষ্ট হয়ে উঠে তার উপর বিদ্যুৎ না থাকায় পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠেছে। বিদ্যুৎ দফতরের কর্মীরা গোলমালের আশঙ্কায় আতঙ্কিত।
আরও পড়ুন: মহকুমার দাবিতে ধূপগুড়িতে আলো নিভিয়ে প্রতিবাদ
এই পরিস্থিতিতে শুক্রবার জলপাইগুড়ির ধুপগুড়িতে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, প্রতি বছরের মতো প্রাক-পুজো প্রস্তুত চলছে। বিদ্যুতের তার, ট্রান্সফরমার বদলাচ্ছে। এখন একটু সমস্যা হবে। এদিকে বিদ্যুৎ কর্মীরা বলেন, কয়লার যোগানের সমস্যার পাশাপাশি বন্ঠন সংস্থার থেকে প্রাপ্য বকেয়া পুরো না মেলায় রাজ্য বিদ্যুৎ যুন্নুন নিগমের উৎপাদনে ঘাটতি তৈরী হয়েছে।এছাড়াও ওভারলোডের কারণে বারবার ট্রান্সফরমার ফিউজ উড়ে যাচ্ছে, কেবিল পুড়ে যাচ্ছে। বিদ্যুৎ কর্মীরা সারাতে এলেও কিছুক্ষণের মধ্যে ওই কেবিল আবার পুড়ে যাচ্ছে। ফলে এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
এদিকে সিউড়িতে শুক্রবার শহরজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় এক থেকে দের ঘন্টা পর পুনরায় সংযোগ আসে বিদ্যুতের।স্বাভাবিক ভাবেই এই তিব্র গরমে বিদ্যুৎবিভ্রাট ঘটায় চরম বিপাকের মধ্যে পড়েন এলাকাবাসী। শুক্রবারও সাড়ে এগারোটা নাগাদ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে গোটা শহর। এরপরেই কয়েকজন এসে বিদ্যুৎ দফতরের কালীবাড়ি অফিসে সামনে যায়। সেখানে সিসিটিভি ভাঙচুর করে, অফিসে ঢিল ছোড়া হয় সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর করা হয়।
বৃষ্টিকে উপেক্ষা করে এলাকার পুরুষ ও মহিলারা বৃষ্টির জলে ভিজে এলাকার বিদ্যুত পরিষেবার দাবিতে বিক্ষোভে সামিল হলেন। ঘনঘন লোডশেডিং তার উপরে তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম। শনিবার দুপুরে ঘটনাস্থলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দিনভর বিদ্যুৎ দপ্তরের একটি গাড়ি এবং কর্মীদের আটকে রাখে গ্রামবাসীরা বলে অভিযোগ। পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকার ঘটনা। পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর, নাগেশ্বরপুর এবং সাহাপুর এলাকায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে প্রচন্ড গরমে সমস্যায় পড়েছেন গ্রামের মানুষ। তার সঙ্গে প্রচন্ড এই গরমে গোটা গ্রাম জুড়ে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। প্রতিবাদে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।এরপর পুলিশে প্রতিশ্রুতিতে অবরোধ তুলেন গ্রামের মানুষ