মালদহ: মনোনয়ন দিন থেকে হিংসার সাক্ষী থেকে রাজ্য। গণনার দিনেও পিছু ছাড়ল না হিংসা। ভোটের ফলের পরেই রাজনৈতিক প্রতিহিংসায় মালদহে (Malda) বলি এক। এবারে কংগ্রেস কর্মীকে (Congress workers) পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী তার স্বামীসহ তার দলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন কংগ্রেস কর্মী। আহতরা চিকিৎসাধীন হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদা জেলার রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায়। মৃত কংগ্রেস কর্মীর নাম ফটিকুল হক বয়স(২৪) বছর। আহত হয়েছেন হবিবুর রহমান সহ মোট পাঁচজন।
ঘটনার অভিযোগের তির ভাদো গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী রোজিনা বিবি, তার স্বামী তোফাজুল হক সহ তার দলের বিরুদ্ধে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ভাবো গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী রোজিনা বিবি। আর জয়ের পরেই এলাকায় বেরিয়েছিল বিজয় মিছিল। সেই মিছিলেই ফটিকুল হকের বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল রজিনা বিবির স্বামী ও তার দলের কর্মীরা। আর তারই প্রতিবাদ করেছিল ফটিকুল হক। সেই সময় তাকে বেধরক মারধোর করা হয়। পাশাপাশি তার মাথায় বাঁশের আঘাত করা হয় বলে অভিযোগ। তাকে বাঁচাতে আসেন ফুটিকুলের মামা হবিবুর রহমান সহ তার পরিবারের সদস্যরা। তাদেরকেও বেধরক মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: Adhir Chowdhury| আমরা হেরেও জিতেছি বললেন অধীর চৌধুরী
আহতদেরকে উদ্ধার করে রাতেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে অবস্থার অবনতি হলে ফটিকুল ও তার মামা হবিবুরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসা চলাকালীন বুধবার সকালে মৃত্যু হয় ফটিকুল হকের। এই বিষয়ে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।