মেদিনীপুর: মেদিনীপুর লোকসভার (Medinipur Lok Sabha) বিজেপি প্রার্থী অগ্নিমিতা পল (BJP Candidate Agnimita Paul) সহ ১৬ জনের নামে এফআইআর করল মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু থানায় কর্তব্যরত পুলিশ অফিসার সেই অভিযোগ নিতে অস্বীকার করায় রেগে যান বিজেপি নেত্রী। কোতোয়ালিতে বিক্ষোভ দেখান তিনি। তিনি বলেন, কেন অভিযোগ নিতে পারবেন না, এফআইআর নিতে হবে, আমি রাস্তা অবরোধ করছি, যা করার করুন। আইসির সঙ্গে বচসায় বাধে বিজেপি সমর্থকদের। ধরনায় বসেন বিজেপি নেত্রী। গতকাল কোতোয়ালির থানার গেট বন্ধ করে চলে বিক্ষোভ। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-সহ ১৬ জনের নামে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হল কোতোয়ালি থানায়।
আরও পড়ুন: শুভেন্দুর পর এবার মিঠুনকেও গদ্দার বললেন মমতা
মেদিনীপুর কোতোয়ালি থানার মধ্যে ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি দেওয়া অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। শুধু তাই নয় থানার গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবারে পর বৃহস্পতিবার অগ্নিমিত্রার পাশাপাশি, বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস, জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক-সহ ১৬ জন বিজেপি নেতা ও কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এর মধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ নম্বর ধারাটি জামিন অযোগ্য। এই ধারায় রয়েছে, গোলমাল পাকানোর জন্য ষড়যন্ত্র করা, অন্যায় ভাবে সরকারি কর্মীররি কাজে বাধা দেওয়া, পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য জোর খাটানো, অনুমতি ছাড়া জমায়েত, দুষ্কৃতী মনোভাব নিয়ে হুমকি দেওয়া এবং ভয় দেখানো। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, বেশ কিছু ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পর একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
দেখুন ভিডিও