ধূপগুড়ি: মঙ্গলবার ভোটের দিন বিজেপির নির্বাচনী কার্যালয়ে হানা পুলিশের। পুলিশের কাছে খবর ছিল,ওই কার্যালয়ে অন্য এলাকার জনপ্রতিনিধি এবং নেতারা ভিড় জমিয়েছেন। ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে পুলিশবাহিনী হানা দেয় ওই কার্যালয়ে। সেখানে তখন হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, ধূপগুড়ি বিধানসভা এলাকার আরও দুই নেতা।
পুলিশ অফিসারদের কাছে বিজেপির নেতারা জানান দল তাঁদের ভোটের ইনচার্জ এবং কো ইনচার্জ করেছে। পুলিশ তাঁদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চায়। কিন্তু তাঁরা তা দেখাতে পারেননি। পরে পুলিশের নির্দেশে বিজেপি নেতারা কার্যালয় থেকে বেরিয়ে যান।
আরও পড়ুন: কসবায় ছাত্র মৃত্যুর পুনর্নির্মাণ পুলিশের, ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ
এদিন নির্দিষ্ট সময়ই শুরু হয় ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ২৬০টি বুথে ভোটগ্রহণ হয়। ধূপগুড়ি বিধানসভায় লড়াই এবার ত্রিমুখী। ২৪-এর লোকসভা ভোটের আগে শাসক ও বিরোধীদের কাছে উপনির্বাচন অ্যাসিড টেস্ট। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নিজেরে হারানো জমি ফিরে পেতে সক্ষম হয়েছে। অন্যদিকে সাগরদিঘি মডেলেই এই উপনির্বাচনে লড়ছে বাম-কংগ্রেস। বিকেল ৫টা পর্যন্ত ৭৪.৩৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। তারপরেও যাঁরা লাইনে থাকবেন, তাঁদের ভোট দিতে দেওয়া হবে। এবার ধূপগুড়ি বিধানসভার রাশ কার হাতে যাবে, তা জানা যাবে ৮ সেপ্টেম্বর।