ফারাক্কা: কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের ফরাক্কা থানার এক পুলিসকর্মীর। মৃত ওই পুলিসকর্মীর নাম সুকুমার সরকার। বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগরের থানার লক্ষীপুর নতুনটোলা এলাকায়। তিনি ফরাক্কা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাত পর্যন্ত কর্মরত ছিলেন তিনি। হঠাৎই অসুস্থবোধ করেন তিনি। শুরু হয় বুকে যন্ত্রণা। তড়িঘড়ি তাঁকে ফরাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Mamata Banerjee: গান স্যালুট কেকে-কে, সম্ভব হলে আমিও থাকব: মমতা
পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।