ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারে পুলিশ কর্মীর রহস্যমৃত্যু। মঙ্গলবার সকালে বাটা পেট্রল পাম্প থেকে উদ্ধার হয় ওই পুলিশ কর্মীর দেহ। মৃতের নাম সমীর দাস। ডায়মন্ড হারবার থানায় এএসআই পদে কর্মরত ছিলেন সমীর। ডিউটি থেকে ফেরার পথে তাঁর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাটা পেট্রল পাম্পে এক পুলিসের দেহ পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানায়। পুলিস ওই পেট্রল পাম্প থেকে দেহটি উদ্ধার করে। পুলিস জানায়, সোমবার রাতে সরিষা হাই স্কুলে যাত্রা উৎসবে ডিউটি ছিলো সমীর দাসের। তারপরই এই দুর্ঘটনা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিসের প্রাথমিক অনুমান, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সমীরের। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডায়মন্ডহারবার জেলার অতিরিক্ত পুলিস সুপার জোনাল পলাশ চন্দ্র ঢালী। পেট্রল পাম্পের মুখে কোনও সিসিটিভি না থাকায় মৃত্যুর কারণ এখনও জানতে পারা যাচ্ছে না। তবে সড়কের কাছে একটি সিসিটিভি রয়েছে। সেখান থেকে তথ্য উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন: Weather Update: বিকেলের পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দিনভর থাকবে অস্বস্তি